আসসালামু আলাইকুম। আমি শহীদ, প্রযুক্তি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম।
গত পর্বে আমরা জেনেছিলাম জাভাস্ক্রিপ্ট সম্পর্কে কিছু মৌলিক তথ্য। এ পর্বে আমরা জানার চেষ্টা করবো কীভাবে একটি জাভাস্ক্রিপ্ট Dev Environment সেট আপ করা যায়।
১। প্রথমেই https://atom.io অথবা https://code.visualstudio.com ওয়েব সাইটে গিয়ে Atom অথবা VS Code এর মধ্যে যে কোনো একটি টেক্সট এডিটর ডাউনলোড করে ইন্সটল করে নিন। ডেক্সটপ বা টাস্কবারে Atom এডিটরের একটি শটকার্ট তৈরি করুন যাতে পরবর্তীতে সহজে খুঁজে পেতে পারেন।
২। এরপর https://nodejs.org থেকে Node ডাউনলোড করে ইন্সটল করে নিন। Node ঠিকভাবে ইন্সটল হয়েছে কিনা তা চেক করার জন্য কমান্ড লাইন চালু করুন (প্রোগ্রামিং করার জন্য কমান্ড লাইন টুলের বেসিক জ্ঞান থাকাটা জরুরি। আশা করি নিজ উদ্যোগে কিছুটা শিখে নিবেন।)। কমান্ড লাইনে কোনো সফ্টওয়্যার চালানোর উপায় হলো সফ্টওয়্যারটির নাম লিখে Enter বাটনে প্রেস করা। কমান্ড লাইনে লিখুন:
> node -vনিচের ছবির মতো কিছু একটা আসলে বুঝতে হবে নোড ঠিকভাবে ইন্সটল হয়েছে।

যেহেতু লিনাক্স চালাচ্ছেন তাই আমি ধরেই নিচ্ছি টার্মিনাল থেকে কীভাবে সফ্টওয়্যার ইন্সটল করা যায় তা আপনার জানা। আপনার লিনাক্স কম্পিউটারে নোড ইন্সটল করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
১। nvm (Node Version Manager) ইন্সটল করার জন্য নিচের কমান্ডটি রান করুন।
$ wget -qO- https://raw.githubusercontent.com/creationix/nvm/v0.33.11/install.sh | bash২। nvm ইন্সটল হয়েছে কিনা তা দেখার জন্য নিচের কমান্ডটি রান করুন।
$ command -v nvmযদি nvm: command not found লেখাটি দেখায় তবে বুঝতে হবে nvm ঠিকভাবে ইন্সটল হয়নি। সমস্যাটি সমাধানের জন্য এখানে দেখুন।
৩। নোডের সর্বশেষ সংস্করনটি ইন্সটল করার জন্য নিচের কমান্ডটি লিখে Enter দিন।
$ nvm install node৪। Node ঠিকভাবে ইন্সটল হয়েছে কিনা তা চেক করার জন্য কমান্ড লাইনে লিখুন:
$ node -vনিচের ছবির মতো কিছু একটা আসলে বুঝতে হবে নোড ঠিকভাবে ইন্সটল হয়েছে।

বি: দ্র: পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমি কেবল লিনাক্স টার্মিনালের ছবি দিবো। দেখতে উইন্ডোজের সাথে না মিললেও আউটপুট এক হলেই চলবে।
সর্বশেষ আপডেট: মে ১৪, ২০২০ খ্রিস্টাব্দ
লেখাটি সম্পাদনা করুন এখানে